সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে: হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক তরফবার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ ফারুক উদ্দিন চৌধুরীর পিতা নূর উদ্দিন চৌধুরী (৮৭) আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে বার্ধক ̈জনিত হবিগঞ্জের চুনারুঘাট থানা পৌর শহরের ১নং ওয়ার্ডের তরফদার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না….. রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ বুধবার বাদ জোহর নামাজের পর চুনারুঘাট পৌরসভারর শাহী ঈদ গা ময়দানে অনুষ্ঠিত হবে।উক্ত জানাজা নামাজে আসার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের ভাইদেরকে আমন্ত্রণ জানিয়েছেন পরিবার বর্গ।