নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াঐ গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) রাতে ইউনিয়নের নোয়াঐ গ্রামের হাজী তাজুদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২/১৩ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে। পরে লোকজনদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে ২৫ ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা, টিভি, মোবাইল ফোনসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের বাঁধন খুলে দেয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।