ডেস্ক : জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের বর্তমান সরকারের এ মেয়াদে শেষ বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন (মঙ্গলবার)।
স্বীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের এ অধিবেশন ওইদিন বেলা ১১টায় শুরু হবে। এর দু’দিন পর বৃহস্পতিবার (০৭ জুন) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ।
দেশের ইতিহাসে ৪৭তম এবং বর্তমান সরকারের পঞ্চম বাজেট হবে এটি। এর মধ্য দিয়ে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত নিজের ১২তম বাজেট পেশ করবেন। এর আগে বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও ১২টি বাজেট দিয়ে গেছেন।
অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সীমা নির্ধারিত হবে।
বাজেট পেশের পর প্রথা অনুসারে শুক্রবার (০৮ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে পাস হবে।
আগামী ০১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
অর্থমন্ত্রীর বিভিন্ন আলোচনার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, এবার বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। যা হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আকৃতির বাজেট।