এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১ঘটিকায় উদযাপিত হলো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। সকল জাতীয় দিবস অত্যন্ত আন্তরিক পরিবেশে শিশুদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে উদযাপিত হয়। সহ পাঠক্রমিক কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের লেখাপড়ার মানও অত্যন্ত ভাল। ১৫/০৩/১৫ইং তারিখে প্রকাশিত বৃত্তির ফলাফলে দেখা যায় বিদ্যালয়টি চুনারুঘাট উপজেলার প্রথম স্থান অধিকার করে। ৮টি টেলেন্টপুল ও ২টি সাধারন মিলে মোট ১০জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন জানান সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্ঠায় ও সংশ্লিষ্ঠ সকলের সহযোগীতায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ সাফল্য ধরে রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। উক্ত উদযাপিত দিবসে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সহকারী শিক্ষক/শিক্ষীকা প্রনতি রাণী দেব, কামরুল হাসান, অসীম কুমার সেন, সুরাইয়া পারভীন, লক্ষী রাণী কলোয়ার, শংকর বণিক, নূরুন্নাহার, রাহিমা আক্তার ও সাংবাদিক এম এস জিলানী আখনজী প্রমূখ।