স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি একই সুত্রেগাথা।
খালেদা জিয়ার মুক্তি না হলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, মানুষের ভোটাধিকার ফিরে আসবে না। তাই দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুরুদ্ধার করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। আবার দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।
তিনি সোমবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন।
জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হাজী শফিকুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মুজিবুর রহমান, মাহবুবুল হক হেলাল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাইমিন চৌধুরী ফুয়াদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, এডভোকেট গুলজার খান, মর্তুজা আহমেদ রিপন, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, শরীফ আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন. জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজ, মতিউর রহমান, লাখাই উপজেলা বিএনপি নেতা মাহফুজ চৌধুরী, মশিউর রহমান সাচ্চু, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়া আক্তার খান রাখি, ইউসুফ আলী, সুহেল আহমেদ, আব্দুল আজিজ, সাইদুর রহমান প্রমুখ।