অপু দাশ: শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল্লারেল গেইটে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইক টমটম মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে শায়েস্তাগঞ্জ প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল ১৩ মে রবিবার রাত সাড়ে ৯টায় দাউদনগর বাজার থেকে নতুন ব্রীজ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ০৩-৮৩৯৩) শায়েস্তাগঞ্জের বাল্লা রেল গেইটে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত ইজিবাইক টমটম মুখোমুখি সংঘর্ষে হয়। এ দুর্ঘটনায় মো: ফারুখ মিয়া, ছাত্রলীগ নেতা রাসেল, নুরে মদিনা শিক্ষক আল আমিন, ফয়সল ও টমটম চালকসহ ৫জন আহত হয়। স্থানীয় লোকজনও সাবেক ওয়ার্ড কমিশনার আবু তাহের মিয়া আহতদের উদ্ধার করে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়।