চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের বাল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৩১৭ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাল্লা বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন বাল্লা ক্যাম্পের কমান্ডার আজিজুর রহমান জানান, গতকাল রবিবার সন্ধা ৬ ঘটিকায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্তের টেকেরঘাট গ্রামে অভিযান চালিয়ে ফারুকের ঘর থেকে মাদক ব্যাবসায়ী পাকুরিয়া গ্রামের সহিদ সরকারের ছেলে রুমন সরকার ও আজিমাবাদ গ্রামের খুর্শেদ আলীর ছেলে আলমগীরকে আটক করা হয়। এদের দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ৩১৭ পিস ইয়াবা। যার বাজার মুল্য প্রায় ১ লাখ টাকা ।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী আহম্মদাবাদ ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান আঃ লতিবের পুত্র জুনেদ, টেকেরঘাট গ্রামের আঃ জাহিরের পুত্র ফারুক ও কেদারাকোর্ট গ্রামের আকসির মোল্লার পুত্র বিল্লাল হোসেন তাদের মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।
ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে জুনেদের আইডি কার্ড, তাদের আত্মীয় স্বজনদের ছবি, জাল নোট, ভারতীয় রুপি ও একটি আই ফোন উদ্ধার করা হয়। এ ব্যপারে বাল্লা বিজিবির –সুবেদার আজিজুর রহমান বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা করেছেন। বিজিবি সুত্র জানান, ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে ইয়াবা এনে বাল্লা সীমান্তের ব্যবষায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। আটককৃত মালামালের সীজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।