নিজস্ব প্রতিবেদক,দৈনিক শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ মে) দুপুরে উপজেলার কাটুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিন (২৫), হেলাল মিয়া (২০), ইয়াছিন আহমেদ (২৭), সালাউদ্দিন (৩০), শামীম মিয়া (৩০), রুবেল আহমেদ (২৩), শরিফুল ইসলাম (৫৩), মানুন মিয়া (১৯), সাইফুল ইসলাম (১৭) ও সাইফুদ্দিন আহমেদকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটুরা গ্রামের বেনু মিয়ার ছেলে শামীম মিয়া ও তার লোকজনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে তাহের মিয়ার। এ নিয়ে দুপুরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।