স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার অতীতের যে কোনো সরকারের তুলনায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যথেষ্ট আন্তরিক।
এ সরকারের আমলে দেশের জনগণ নিজ নিজ ধর্মীয় কর্মকান্ড নির্বিঘেœ চালিয়ে যেতে পারছেন। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে ইহকাল এবং পরকালে এর শান্তি মিলে। তাই নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সকলকেই এগিয়ে আসা উচিত।
শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় নতুন মসজিদের উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ-লাখাইয়ের প্রায় প্রতিটি মসজিদ ও মাদরাসায় অনুদান দিয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে আপনাদের কাজকে সামনে রেখেই আমি আমার প্রতিটি দিন অতিবাহিত করি। ভবিষ্যতেও এসব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন তিনি।
মসজিদের উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য নুরুল আমীন ওসমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ সীড এসোসিয়েশন হবিগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, নাতিরাবাদ এলাকার সরদার বিপ্লব মিয়া, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক খালেক মিয়া, সাবেক কমিশনার হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর জুনায়েদ আহমেদ, আমিরুল ইসলাম রফিক, সাবেক কমিশনার মোহাম্মদ সামছু, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।