নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন সাংবাদিকদের কার্যক্রমের মাধ্যমে সমাজের ভুল ক্রটি ফুটে উঠে। সাংবাদিকতা একটি মহান পেশা, সমাজের দর্পন,গনতন্ত্রের প্রহরী বলা হয় । বৈরী পরিবেশের মধ্যেও সাংবাদিকরা দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। দেশের ও সমাজের জন্য কাজ করেন।
তিনি শুক্রবার সকালে মাধবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা গুলো বলেন।
সভাপতি কাউছার মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাব্বির হাসানের সঞ্চলনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল সানু, চেয়ারম্যান আরিফুর রহমান, সাংবাদিক সুখেন দেব নাথ, রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন রনি, আইয়ুব খান, মিজানুর রহমান, বিল্লাল হোসেন খান, আবুল খায়ের, জামাল মোঃ আবু নাছের, বিপ্লব আচার্যী, বিকাশ বীর,আলমগীর কবির প্রমুখ।
সভায় সংসদ সদস্য মাহবুব আলী প্রেসক্লাব উন্নয়নের আশ্বাস দেন। তিনি বলেন সত্যের অন্বেষনে সাংবাদিকরা কাজ করেন। সাংবাদিকদে উৎকৃষ্ট সাধনের জন্য মাধবপুরে সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।