নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতীহিন বাস শায়েস্তাগঞ্জের কলিমনগরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।