মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে পৃথক অভিযানে এগুলো আটক করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার রাইমোহন সিংহের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মাধবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের গঙ্গানগরে অভিযান চালান।
এ সময় পরিত্যক্ত অবস্থায় আটটি বস্তাভর্তি ১৬৩ কেজি (যার মধ্যে মামা জিরা ৯৪ প্যাকেট, গণেশ ৩০ কেজি, খাজনা ৩৯ কেজি) জিরা ও নয় কেজি কিচমিচ উদ্ধার করেছে।
উদ্ধার করা জিরার আনুমানিক মূল্য ৮১ হাজার ৫০০ টাকা ও কিশমিশের মূল্য চার হাজার ৫০০ টাকা নির্ধারণ করে ৮৬ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার ছায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ব্যাগপাইপার হুইচকি উদ্ধার করেছে। উদ্ধার করা হুইচকির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০০ টাকা।
অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন আরও জানান, চোরাকারবারীরা বিজিবি অভিযানে টের পেয়ে পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। বিজিবি অভিযানে উদ্ধার জিরা, কিশমিশ ও মাদকের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।