এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিং সউদ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চার দিন ব্যাপী বহুজাতিক ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনী মেলা ১৬ মার্চ শুরু হয়েছে ।
সকাল নয় টায় ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন কিং সউদ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বদরান আল উমর।
বিশ্ববিদ্যালয়ের ইস্কলারশিফ বিভাগের প্রধান আব্দুর রহমান আল আমরি আয়োজিত এ মেলায় বিশ্বের ২৬ টি দেশের স্টল রয়েছে।
এতে প্রত্যেক দেশের ছাত্ররা যেমন তাদের দেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেছে, তেমনি ভাবে কিং সউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র সমিতি এর তত্ত্বাবধানে বাংলাদেশি স্টলে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেছে।
সকল দেশের মত বাংলাদেশি স্টলে রয়েছে গ্রামীণ ব্যবহারের জিনিসপত্র –যেমন ঢেঁকি , পালকি , রিক্সা , নকশী কাঁথা, নকশী শাড়ি, বাঁশ দিয়ে তৈরি সামগ্রী, গার্মেন্টস পণ্য, দেশীয় পিঠা, পায়েস, বিরানি, চাল ইত্যাদি।
উল্লেখ্য, ২০১৩ সালে কিং সউদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত বহুজাতিয় মেলায় অংশ গ্রহন করে বাংলাদেশি ছাত্ররা প্রথম স্থান অর্জন করে। আর এ বিজয়ের ফলে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
অতীতের মত এ বছরেও বাংলাদেশী শিক্ষার্থীরা সফলতা বয়ে আনবে এটাই প্রত্যাশা করেন সকলেই।