নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুজন মোড়া (২৭) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মে) বিকেল ৫টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুজন মোড়া চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে নবীগঞ্জের একটি হাওরে ধান কাটতে যান সুজন মোড়া। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।