হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার সাধুরবাজারে জাইকা প্রকল্পের সম্পাদকসহ ২ ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার জাইকা প্রকল্পের সম্পাদক লোকমান হোসেনকে (৩০) ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধুর বাজারে জাইকা প্রকল্পের পেয়ারাভাঙ্গা ঘড়িয়া খাল খনন নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে প্রকল্পের সম্পাদক গদাইনগর গ্রামের মাওলানা আব্দুল আলীর ছেলে লোকমান হোসেন ও একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে জুনায়েদ মিয়াকে সাধুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় লোকমানের পায়ের রগ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। বিশেষ করে তার ডান পা অনেকটা বিচ্ছিন্ন হওয়ার মতো। এছাড়া জুনায়েদও গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় লোকমানকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম আহত লোকমানের শরীরের আঘাতগুলো ঠিকমতো রেজিস্ট্রেশন খাতায় লিপিবদ্ধ করেননি। এ নিয়ে শুরু হয় হৈ চৈ। আহতদের স্বজনরা এ নিয়ে হাসপাতাল ভাংচুর ও ডাক্তারকে আটকে রাখার উদ্যোগ নেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও বিএমএ প্রেসিডেন্ট ডাঃ মুশফিক হুসেন চৌধুরীসহ অন্যান্য ডাক্তারগণ ছুটে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে মেডিকেল অফিসার শফিকুল ইসলাম আহত ব্যক্তির বিভিন্ন আঘাতগুলো লিপিবদ্ধ করলে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় লোকমান হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।