বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে “চর্যাপদে সমকালীন ভাটেরার তাম্রশাসনে আদি বাংলার নিদর্শন বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫মে) বেলা ১১টায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসের অডিটরিয়ামে এ সেমিনার শুরু হয়।
মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রব এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বকবি মঞ্চ এর কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা বিশিষ্ঠ কবি ও দার্শনিক সৈয়দ আজিজ।
সেমিনারের উদ্বোধন করেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ঠ লেখক ও গবেষক ড. দেবব্রত রায়।
সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ঠ কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস।
সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরফ সাহিত্য পরিষদের সভাপতি তরফরতœ সৈয়দ আব্দুল্লা, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি নিরঞ্জন সাহা নিরু, বিশ্বকবি মঞ্চ কেন্দ্রিয় কমিটির আহব্বায়ক পুলক কান্তি ধর।
প্রসঙ্গত, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা পাহাড়ি অঞ্চলে হোমের টিলায় দুটি তাম্রশাসন আবিষ্কৃত হয়েছিল। রাজা গোবিন্দ কেশবদেব ও তাঁর পুত্র ঈশান দেবের ভূমিদানপত্র ও তাম্রশাসন দুটি।