মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বাহুবলে প্রাধিকারের “সেইভ দে ফ্রগস ডে” পালন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শনিবার, ৫ মে, ২০১৮

মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একঝাক তরুণদের সংগঠন “প্রাধিকার”-এর উদ্যোগে বাহুবলে “১০ম সেইভ দে ফ্রগস ডে” পালন করা হয়েছে।

শনিবার সংগঠনটির আয়োজনে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ সভাকক্ষে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রাথিকার-এর সভাপতি বিনায়েক শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিরাত আল-মামুনের উপস্থাপনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবু রহমান, সহকারি প্রধান শিক্ষক জামাল আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ফজলুর রহমান ফজল, মোঃ আলা উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মোঃ আনিসুর রহমান ও কোয়েল রা চৌধুরী এবং প্রাধিকার সম্পর্কিত উপস্থাপনা করেন আহমেদ রাকি ও আরিফ রাফসান। পরে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সবশেষে অতিথি, শিক্ষার্থী ও প্রাধিকারের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালী শুরু হয়ে ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ঘুরে আবার কলেজে এসে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!