মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একঝাক তরুণদের সংগঠন “প্রাধিকার”-এর উদ্যোগে বাহুবলে “১০ম সেইভ দে ফ্রগস ডে” পালন করা হয়েছে।
শনিবার সংগঠনটির আয়োজনে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ সভাকক্ষে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রাথিকার-এর সভাপতি বিনায়েক শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিরাত আল-মামুনের উপস্থাপনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবু রহমান, সহকারি প্রধান শিক্ষক জামাল আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ফজলুর রহমান ফজল, মোঃ আলা উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মোঃ আনিসুর রহমান ও কোয়েল রা চৌধুরী এবং প্রাধিকার সম্পর্কিত উপস্থাপনা করেন আহমেদ রাকি ও আরিফ রাফসান। পরে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সবশেষে অতিথি, শিক্ষার্থী ও প্রাধিকারের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালী শুরু হয়ে ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ঘুরে আবার কলেজে এসে শেষ হয়।