হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মো. ইব্রাহীম মিয়া (১৪) নামের এক তরুণ ঢাকায় বসবাসরত অবস্থায় গত ২৯ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ইব্রাহীমের পিতা মজিবর রহমান মিয়া গত ২৬ এপ্রিল লাখাই খানায় একটি সাধারণ ডায়রি (১০৪২) করেছেন।
ইব্রাহীমের পিতা লাখাই উপজেলার পূর্ব রুহিতনসী গ্রামের মজিবর রহমান জানান, গত ১৫ মার্চ তাদের একই গ্রামের মৃত মফিজুল মিয়ার ছেলে আতিকুল মিয়া ও তার মাতা ঊষা বেগম হোটেলে কাজ দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যান।
এরপর গত ২৯ মার্চ ছেলে ইব্রাহীমের সাথে আতিকুল মিয়ার মোবাইলের মাধ্যমে শেষ কথা হয়। এরপর থেকে ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না তারা।
আতিকুল মিয়া ও তার মাকে ইব্রাহীমের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলেন ইব্রাহীম বাড়িতে চলে এসেছে। এরপর সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে তিনি ছেলে খোঁজ করেও না পাওয়ায় তিনি লাখাই থানায় সাধারণ ডায়রি করেন।
ছেলের পরিচিতি তুলে ধরে তিনি বলেন- ইব্রাহীমের গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা গড়ন। সে লাখাইয়ের স্থানীয় ভাষায় কথা বলে।
কোনো সহৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে এই মোবাইল নম্বরে (০১৭৮১৩৫৬৯৫৫) যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।