মনিরুল ইসলাম শামিম ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরীতে ধান কাটার সময় বজ্রপাতে কাজী আবুল কালাম (৪২) নামের এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (০৪ মে) দুপুরে উপজেলার গুঙ্গিয়াজুরি হওরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের কাজী সনজব উল্লার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে ওই শ্রমিক ও তার সহযোগিরা উপজেলার স্নানঘাট ইউনিয়নের গুঙ্গিয়াজুরি হওরে ধান কাটতে যান। দুপুর ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে একটি বজ্র এসে কালামের উপর আঁচড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশপাশে কর্মরত অন্যান্য শ্রমিকরা তার লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম নিহতের বাড়ি গিয়ে স্বজনদের হাতে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুটিজুরী ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম শামিম ও জালাল উদ্দিন প্রমুখ।