নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় নৃপেশ দেব (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ মে) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত নৃপেশ উপজেলার বগা ডুবি গ্রামের বাসিন্দা। তিনি অাসামপাড়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী।
জানাযায়, রাতে একটি সিমেন্টের ট্রাক কোন ধরনের সিগনাল লাইট বা বাতি না জ্বালিয়েই বাজারের অদুরে দাড়িয়ে থাকে।বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ব্যবসায়ী নৃপেশ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে।তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্য ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভোর ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।