চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুখ্যাত ডাকাত আব্দুস ছালামসহ (৪৫) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে দারোগা হরিদাস সহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত আঃ ছালাম কে তার গ্রামের বাড়ি গাজীপুর ইউনিয়নের একডালা গ্রাম থেকে গ্রেফতার করে। সে একডালা গ্রামের আঃ আজিজের পুত্র। পুলিশ জানায়, ডাকাত আব্দুস ছালামের বিরুদ্ধে ডাকাতি সহ ৭/৮টি মামলা রয়েছে।
অপরদিকে, একই উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত আঃ রেজ্জাকের পুত্র মিছির আলী প্রকাশ আঃ আউয়ালকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে নিজ বসতবাড়ির গোয়ালঘর থেকে তাকে গ্রেফতার করে।