অপু দাশ ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো: সুমন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে শিবপাশা পুলিশ। সুমন আজমিরীগঞ্জ থানার সৌলরী গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
পুলিশ সুত্রে জানায়, গত ২ মে বুধবার সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই সুমন সিংহ, কনেস্টেবল সুহেল ও রিন্টু ভূষনসহ একদল পুলিশ আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা সবুজগঞ্জ বাজারস্থ যশকেশরী গ্রামগামী সংযোগ রাস্তার মো: লকুছ চৌধুরীর বন্ধ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর সুমনকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।