মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : বাহুবলে অল্পের জন্য রক্ষা পেল শ্যামলী পরিবহণের একটি বাসের অর্ধশাতাধিক যাত্রী। যান্ত্রিক ত্র“টির কারণে চলন্ত অবস্থায় ওই বাসে আগুন লেগে যায়। স্থানীয় লোকজনের অক্লান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
বাস চালক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার থেকে অর্ধশত যাত্রী নিয়ে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৩৭) শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগান এলাকায় পৌছলে যান্ত্রিক ত্র“টি দেখা দেয়। এ অবস্থায় ত্র“টিপূর্ণ গাড়ি মেরামতের জন্য শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মিরপুর বাজারে পৌছামাত্র বাসের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা চিৎকার করলে চালক গাড়ি থামায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ছুটে এসে বালি-পানি ও ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে শায়েস্থাগঞ্জ ফায়ার স্টেশনের দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরো নিয়ন্ত্রণে আনে। এ সময় ধোঁয়া দেখে বাসে থাকা যাত্রীরা আতংকিত হয়ে তাড়াহুড়ো করে জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হন। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহসড়কে আধা ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জামাল উদ্দীন শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে পাউডার ছিটানোর কারণেই বাসটি রক্ষা পেয়েছে। নইলে বাসের আগুন দোকানপাটগুলোতেও ছড়িয়ে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
এদিকে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের খোঁজ খবর নিয়ে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করেন।