বাহুবল, (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলে কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হান্নান (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (২৭ এপ্রিল) রাত ২টায় উপজেলার নিজগাঁও গ্রামের করাঙ্গী ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার শাহপুর গ্রামের মৃত আনসার উদ্দিনের পুত্র।
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে এবং বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ও নবগঠিত কুইক রেসপন্স টিমের প্রধান গোলাম দস্তগীরসহ একদল পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
ডাকাত সর্দার হান্নানের গ্রেফতারের কথা স্বীকার করে এএসপি পারভেজ আলম চৌধুরীর বলেন, সে একজন আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য এবং ডাকাত সর্দার। তার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।
হানান্নের নেতৃত্ব্ েপ্রায় ১০/১২ জন ডাকাত সদস্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে চলছিল। তাকে গ্রেফতারের জন্য বাহুবল মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে খোজছিল। গত শুক্রবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।