সুতাং প্রতিনিধি : হবিগঞ্জের ঐতিহ্যবাহি সংগঠন সুতাং থিয়েটারের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ সোহানুর রহমানের পরিচালনায় সভা শুরু হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন সুতাং থিয়েটারের উপদেষ্ঠা গিয়াস উদ্দিন মখলিছ, সৈয়দ শাহান শাহ্ পীর,সহ সভাপতি সৈয়দ মারুপ আহমেদ,অর্থ সম্পাদক হামিদুল ইসলাম চৌধুরী রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব মিয়া,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম, সম্মানিত সদস্য সৈয়দ এনামুল হক শাহান, মোঃ মোশাররফ হোসেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন সুতাং থিয়েটারের প্রচার সম্পাদক জরিন মিয়া,সহ প্রচার সম্পাদক মাহবুব মিয়া,সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ বকুলসহ সুতাং থিয়েটারের সদস্য কবির মিয়া,আফনান বাহা ওয়াফি,আল-আমিন,রনি সরকার,বিপ্লব বিশ্বাস, ,ইউনুছ মিয়া লিমন,নাইমসহ প্রমুখ। সভায় বার্ষিক বনভোজন সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরিশেষে সুতাং থিয়েটারের প্রয়াত সদস্য সুজন চন্দ্র শীল কে মণোণত্তর সম্মাননা দেয়া হয়। সুজন শীলের ভাই অঞ্জন চন্দ্র শীল সম্মাননা গ্রহণ করে।