চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগানের ৬নং লাইনের দুলাল মালের পুত্র শামিম মাল (২২) নামে এক যুবক গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, শামিম মাল গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘর হইতে বাহির হয়ে যায়। ঐ রাতে সে আর বাড়ি ফিরেনি।
বুধবার সকাল ৬টার দিকে শামিমের পিতা দুলাল মাল তার ঘর হইতে বাহির হয়ে দেখতে পান যে, একটি ধামিন গাছের ডালের সাথে তার পুত্র শামিম মাল (২২) গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেছে। পরে এ ঘটনায় শামিম মালের পিতা দুলাল মাল থানায় হাজির হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, দুলাল মালের পুত্র শামিম মাল দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিল। আত্মহত্যাটি নিয়ে এলাকায় নানান আলোচনা-সমালোচনা চলছে।