মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : বাহুবলে বজ্রপাতে রাজু আহমদ (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সোয়াইয়া বাজারে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলার সোয়াইয়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে বাজারে অাসা স্কুল ছাত্র রাজু অাহমদের উপর অাংশিক বজ্রপাত আঘাত আনলে তাৎক্ষনিক সে মাটিতে লুঠিয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ইমারজেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাঃ অাব্দুল অাউয়াল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বজ্রপাতে নিহতের ঘটনা জানতে পেরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার।