নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : বিশ্বব্যাংক এর কনসালটেন্ট ও বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর সিইও মুশতাক আহমেদ সিএ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের শিবপাশা হাইস্কুলের বিজ্ঞান গবেষনাগারে প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান করেছেন।
সোমবার (১৬ মার্চ ) সকাল ১০টায় শিবপাশা স্কুল মাঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতি গ্রহণ উপলক্ষে আয়োজিত ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী।
সমাবেশ শেষে যন্ত্রপাতি হস্তান্তরের পূর্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বেন এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চার্টার্ড একাউনটেন্ট মুশতাক আহমেদ, বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক (বেন) এর নির্বাহী সদস্য শাহাব উদ্দিন, শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ তছকির মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হুসাইন, ডাঃ নূরুল হক, কাজল চৌধুরী, উবায়দুর লতিফ চৌধুরী, সহকারী শিক্ষক শহীদুল হক চৌধুরী, ওয়াকি হোসেন চৌধুরী, আছানুল হক খান, সাফিয়া খাতুন, মোহাম্মদ মোস্তফা, শামীম আহমেদ, ইলিয়াছ হোসেন, আব্দুল হামিদ, নীতি আক্তার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য ইতিপূর্বে বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক নেতৃবৃন্দ আজমিরীগঞ্জের শিবপাশা হাইস্কুল পরিদর্শনকালে শিক্ষার সার্বিক মান উন্নয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষক ছাত্রছাত্রীরা বিজ্ঞান গবেষণাগারে যন্ত্রপাতির অপ্রতুলতার বিষয়টি দৃষ্টিগোচরে আনেন। এরই প্রেক্ষিতে বিশ্বব্যাংকের কনসালটেন্ট মুশতাক আহমেদ সিএ ব্যক্তিগত অর্থায়নে এসব সাইন্স এপারেটাস প্রদান করেন।