বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১শ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানার নব গঠিত কুইক রেসপন্স টিম।
গতকাল বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে অফিসার ইনচার্জ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর এবং সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার উজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বাহুবল উপজেলার উজিরপুর গ্রামের মৃত মশ্বব উল্লার ছেলে আব্দুল ছালাম (২৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে নুর উদ্দিন (২৯)।
এব্যাপারে সহকারি পুলিশ সুপার পারভেজ আলম বলেন, বাহুবল থানা এলাকা থেকে মাদক নির্মূলসহ সমাজে ঘটে যাওয়া সকল অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য “কুইক রেসপন্স টিম” নামের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীরকে প্রধান করে ১৩ সদস্যে বিশিষ্ট একটি টিম গঠন করে দেয়া যায়। টিমটি এখন থেকে সারা উপজেলায় মোটরসাইকেল ও গাড়ী যোগে দিনরাত টহলে থাকবে। টিমটির প্রথম বিশেষ অভিযানে আমার নেতৃত্বে গতকাল বুধবার ভোররাতে ধৃত ছালামের বাড়িতে তল্লাশি চালিয়ে ১শ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।