সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): সমাজ সেবায় অবদান রাখছেন মাধবপুর উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের মেম্বার মোঃ হারিছ উদ্দিন লালু।
জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নে ২নং ওয়ার্ডের জনগনের বিপুল ভোট পেয়ে মোঃ হারিছ উদ্দিন মেম্বার পদে নির্বাচিত করায় উক্ত ওয়ার্ডে অক্লান্ত পরিশ্রমে মনযোগ দিয়ে গ্রামের প্রতি নজর রেখে প্রত্যেক রাস্তা, ড্রেন নির্মাণ, বিদ্যুত, পানি সুযোগ সুবিধা অবদান রেখেছেন।
এছাড়াও এলাকায় সন্ত্রাস, মাদক, জুয়া, অসামাজিক কার্যকালাপ, চুরি-ডাকাতি, দাঁঙ্গা-হাঙ্গাঁমা প্রতিরোধ সহ হতদরিদ্র মাঝে ভিজিডি কার্ড বিতরণ এবং বেকার যুবক-যুবতীকে বিভিন্ন কর্মস্থানে সুযোগ সুবিধা করে দিয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর এর পূর্বে নির্বাচিত মেম্বাররা এলাকার উন্নয়ন সহ সামাজিক কর্মকান্ডে দেখাতে পারেনি।
লালু মেম্বার যে সব উন্নয়ন করেছেন তা হলো – নারায়ন পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাটি দিয়ে মাঠ বরাদ্ধ, এলডিপি হতে ৮০টি টিউবওয়েল বসানো, জনগনের চলাচলের জন্য ইসলামীবাদ গ্রামের বেনু মিয়ার বাড়ী মূখ হতে কাস্তরীছড়া রেললাইন পর্যন্ত ১ কিলোমাটির রাস্তা নির্মাণ, বালুছড়ি হতে ইসলামী বাদ জামে মসজিদ পর্যন্ত মাটির রাস্তা নির্মান, বালু ছড়ি হতে নারায়নপুর গ্রামের জামে মসজিদ পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ, আলীম এর বাড়ী হতে নারায়নপুর গ্রামের জামে মসজিদ পর্যন্ত ইটের সলিং রাস্তা নির্মাণ, এছাড়াও উক্ত এলাকায় কিছু ড্রেন, মন্দির নির্মাণ সহ হত-দরিদ্রদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ ও বেকার যুবক-যুবতীকে বিভিন্ন কর্মসংস্তানে সুযোগ সুবিধা করে দিয়েছেন তিনি।
এমনকি এলাকায় যে কোন পারিবারিক নানা সমস্যায় নিরপেক্ষ ভাবে মিমাংসা করার অবদান রয়েছে তিনির। এসব উন্নয়নে চিন্তাধারা করে ৬ বার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ট চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর প্রচেষ্টায় মেম্বার মোঃ হারিছ উদ্দিন লালু কর্মকান্ডে দেশ, জাতির অগ্রগতী ও সমৃদ্ধির পথ উম্মোচন জোরালো ভূমিকা রাখছে। ফলে নোয়াপাড়া ইউপি’র মেম্বার লালু সমাজ সেবায় অবদান রাখায় শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে ওয়ার্ডবাসী মনে করেন।