অপু দাশ : শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে সম্প্রতি ৯টি ওয়ার্ডের মধ্যে ৭নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শত শত শিশু শিক্ষা হতে দীর্ঘ বছর যাবত বঞ্চিত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।দেখার মত কেউ নেই?
৪ ও ৬নং ওয়ার্ডে এলাকা বাসি সূত্রে জানাযায়, তৎকালীন পাকিস্তান ও দেশ স্বাধীন এর পর হতে শায়েস্তাগঞ্জ পৌর শহরে ১,২,৩,৫,৭,৮,৯নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকায় ৯টি ওয়ার্ডে উক্ত এলাকার শিশুরা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে।অথচ ৪ ও ৬নং ওয়র্ডে প্রাথমিক বিদ্যালয় না থাকায় শত শত শিশু শিক্ষা হতে ৯০ভাগ জরে পরছে।
ফলে ৪নং ওয়ার্ডের এলাকা গুলো হল দাউদ নগর, দাউদনগর বাজার, চরনুর আহাম্মদ মহল্লা নিয়ে ২হাজার ভোটার ও ৬নং ওয়ার্ডে পশ্চিম লেনঞ্জাপাড়া মহল্লায় নিয়ে ২হাজার পাঁচ শত ভোটার বসবাস করছে। এদিকে দুইটি ওয়ার্ডে অসংখ্য রেলের পরিত্যক্ত ভুমি ও সরকারী খাস জমি থাকলেও ভূমি খেকোদের দখলে রয়েছে।এসব খাস ভূমিতে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলে উপকৃত হবে।এবং ২টি ওয়ার্ডের অভিভাবকদের সন্তানরা শিক্ষায় এগিয়ে যাবে।
অপরদিকে ২টি ওয়ার্ডের হতদরিদ্র অভিভাবকদের অর্থের অভাবে দুর দুরান্ত সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে চায় না।এছাড়া অনেক অভিভাবকরা সন্তানদের রেল ও যানবাহনের ভয়ে বিদ্যালয়ে পাঠাতে ইচ্ছুক নয়।যে সব এলাকায় নিকটস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা রয়েছে তাদের সন্তানরা বিদ্যালয়ে পড়ালেখার সুবিধা ভোগকরে আসছে।২টি ওয়ার্ডের একাধিক অভিভাবক বলেন, এক বা অর্ধ কিলোমিটার দুরে ২নং ওয়ার্ডে রেলওয়ে কলোনী ও ৩নং ওয়ার্ডে পুর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিশুরা পড়ালেখা করতে যেতে হয়।
এতে রেল ও যানবাহনের কবলে পরতে হয় প্রতিদিন শিশুরা।উল্লেখ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ঘোষনা দিলেও শায়েস্তাগঞ্জ পৌর শহরে প্রথম শ্রেণী ভূক্ত হলেও ৪ ও ৬ নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় অভিভাবকরা হতাশায় ভোগছেন। ৪নং ওয়ার্ডে আব্দুল জলিল ও ৬নং ওয়ার্ডের ছায়েদ আলী, কামরুল জানান,তাদের সন্তানদের লেখাপড়া করাতে খুব কষ্টের মধ্যে ভোগলেও কাহারও কাছে কথা বলতে লজ্জা বোধ করছি।কিন্তু অর্থ শালী লোকেরা হতদরিদ্র সন্তানদের কে নজর দেন না।তাদের সন্তানদের কেজি স্কুলে ভর্তি করে ভাল শিক্ষা অর্জন করে নিচ্ছে অর্থ দিয়ে।আমাদের ২টি ওয়ার্ডের এলাকায় জনসংখ্যা বেশির মধ্যে দিনমজুরী,ভ্যান চালক, রিক্সাচালক হওয়ায় সন্তানদের লেখাপড়া ঠিকমত চালিয়ে যেতে পারছি না।
এ ব্যাপারে সাংসদ সদস্য, জেলা, উপজেলা শিক্ষাকর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র ২টি ওয়ার্ডে খাস ভূমি দিকে নজরদিলে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হবে বলে অনেকের ধারনা ।