ফারুক মিয়া, চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাঠালবাড়ি (দেউন্দি বস্তি) গ্রামের আঃ গণির পুত্র শামছুল হাই (২৫) সি.আর ৪টি বন মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই জুলহাস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস.আই আল-আমিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বদরগাজী বাজার থেকে শামছুল হাইকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, শামছুল হাই সি.আর ৪৬/১৫ (বন), ৬৩/১৬ (বন), ৫৪/১৭ (বন), ৫৬/১৭ (বন) ৪টি বন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান পলাতক আসামী গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পরে তাকে দুপুরের দিকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।