আজিজুল হক নাসিরঃ চুনারুঘাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল এম জাহিদুর রশীদ জানান, ২২ এপ্রিল বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ছনবাড়ী নামক স্থানে একদল বিজিবিকে নিয়ে অভিযান চালান বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল বিওপির হাবিলদার সানোয়ার হোসেন।
এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারী পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার সীজার মূল্য ৭০ হাজার টাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত গাঁজার আইনি প্রক্রিয়া চলছিল।