সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাসাস। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে জেলা জাসাস সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদল আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জালাল আহমেদ, জাহেদুল আলম চৌধুরী জাক্কু, শাহ মশিউর রহমান কামাল।
সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মতিউর রহমান মতি, মুজিবুর রহমান মুজিব, আশিছ উদ্দিন, শাহ সালাউদ্দিন টিটু, এমদাদুল হক ইমরান, সাইদুর রহমান কুটি, মোবাশ্বর আহমেদ মবু, আরশাদ ফজল, আজিজুল হক খান আহাদ, ফয়জুল হক চৌধুরী, রাজন কুমার রায়, আব্দুল ওয়াদুদ, শফিকুর রহমান সফিক, সাদিকুর রহমান লিটন, নরোত্তম দাস, তরিকুল ইসলাম লিটন, তারেক রহমান, সাইফুল ইসলাম রাজ, এনামুল হক চৌধুরী, আব্দুল আখিল চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা এই মিথ্যা মামলা থেকে মেয়র জি কে গউছকে অব্যাহতি দেয়ার দাবি জানান। অন্যথায় জাসাস নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। রাজপথে থেকে দাবি আদায় করেই জাসাস ঘরে ফিরবে। বক্তারা আগামী ২০ তারিখের সমাবেশ সফল করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি