অপু দাশ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত দিলোয়ার রহমান দিলু (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। দিলু আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত: সদর আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানাযায়, ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই সুমন সিংহ, কনেস্টেবল সুহেল সহ একদল পুলিশ শিবপাশা গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে বিভিন্ন কৌশলে পুলিশ ডাকাত দিলুকে আটক করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।