স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয় বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আপনাদের জীবন মান উন্নয়নে জন্যে কাজ করে যাচ্ছি ।
হাওর এলাকার জনগণ যুগের পর যুগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অনেক সরকার এবং জনপ্রতিনিধি আসলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি কোনদিন। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই হাওর এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। বর্তমান আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে হবিগঞ্জের বানিয়াচং এবং আজমিরীগঞ্জকে উন্নয়নের মূল শ্রোতে যুক্ত করেছে। হাওরের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। হাওরের ফসল বাঁচাতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চলমান মকার হাওর ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন হলেই জেলার একতৃতীয়াংশ খাদ্য যোগান হবে এখান থেকে। বাড়বে মাছের উৎপাদন। কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে হাজার হাজার জনগণের। শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রেই এগিয়ে যাবে হাওরাঞ্চলবাসী। তবে আগামীতে যদি নৌকার বিজয় সুনিশ্চিত না হয়, তাহলে আবারো ধাক্কা খাবে হাওরবাসী। তাই হাওরবাসীর উন্নয়নের স্বার্থে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে সকলে মিলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। কারণ নৌকার পরাজয় হলে শুধু আওয়ামী লীগের পরাজয় হবে না, পরাজিত হবে হাওরবাসীর স্বপ্ন।
১৭ এপ্রিল রোজ মঙ্গলবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার কাগপাশা ইউনিয়নের কাগপাশা লাউড়াকান্দি, ইছবপুর কান্দিপাড়া গ্রামের বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ।
তিনি আরো বলেন, আপনারা যে দিন থেকে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন আমি সে দিন থেকে দলীয় নেতা কর্মীদের সাথে পরামর্শ ক্রমে সততা, দক্ষতা ও নিষ্ঠার সহিত দিনরাত পরিশ্রম করে আপনাদের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছি । অনেক রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট করেছি, স্কুল কলেজ মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ করে দিয়েছি, মসজিদ মন্দির কবরস্থান শ্মশান শিক্ষা স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আমি আবারো নির্বাচিত হলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ।
বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মহিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আবু জাফর, জেলা পরিষদের সদস্য মনির হোসেন খান,কাগপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন , উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোপিকা রঞ্জন রায় ঝন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনাব আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ সোহান প্রমুখ।
বক্তারা এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি মহোদয়ের নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন বানিয়াচং আজমিরীগঞ্জে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর কোন এমপি এত উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবিতে পূণরায় এমপি নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন এবং সবাই হাত উঠিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট জোরালো দাবি জানান।
জনসভায় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ও এলাকার হাজারও জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মওলানা লুৎফুর রহমান গীতা পাঠ করেন বিবেকানন্দ দাস ।