নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে এসএসসি পরিক্ষার্থীর উপর এসিড নিক্ষেপের ঘটনায় মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে তেলিখাল স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
তাহমিনা তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল আদর্শ বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে স্কুলের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে স্কুল ছাত্রী তাহমিনার উপর এসিড নিক্ষেপকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) দিবাগত গভীররাতে ওই গ্রামের মৃত আছকির মিয়ার কন্যা তেলিখাল হাই স্কুলের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তাহমিনাকে কে বা কারা ঘুমন্তবস্থায় এসিড নিক্ষেপ করে। এতে তার পুরো মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
আশংকাজনকবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসলে তাকে কর্তব্যরত ডাক্তার বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলে প্রেরণের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।