এস এম আমীর হামজা (হবিগঞ্জ) ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মধ্য বাজার হইতে পুলিশ ফাড়ি পর্যন্ত সড়কের বেহালঅবস্থা। মেরামতের অভাবে ইনাতগঞ্জ মধ্য বাজার থেকে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে খানা খন্দের কারণে সাধারণ মানুষের চলাচলে চরমদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিহলেই প্রচন্ড জলাবদ্ধতা সৃষ্টিহয় সড়কটিতে। এরই মধ্যে ভেঙে ছোটখাট কুয়ায় পরিণত হয়েছে সড়কটির বেশ কয়েকটি অংশ।ফলে এর বেশ কিছু অংশই এখন চলাচলের উপযোগী নয়। সড়কটি এখন যেন মরণফাঁদ।
রাস্তার অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট-খাটো গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনগুলোকে চলতে হচ্ছে হেলেদুলে। এরাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার এর উপরে রিকশা, বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, টেম্পু, মোটরসাইকেল, নসিমন, অটোরিকশা, ভ্যান, সাইকেল, বিভিন্ন কোম্পানীর মালবাহী গাড়িসহ অফিসিয়াল যানবাহন চলাচল করে। রাস্তা ভাঙ্গার কারণে প্রায় প্রতিদিনই লোকজন বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিকল্প সড়ক না থাকায় জীবনেরঝুঁকি নিয়ে প্রতিদিন শহরেরসহ বিভিন্ন উপজেলা থেকে আগতযাত্রীরা চলাচল করছেন। অতিদ্রুত রাস্তাটি পুনর্র্নিমাণ বা সংস্কার করার দাবি এলাকাবাসীর।নবীগঞ্জ উপজেলার সহ বিভিন্ন এলাকা থেকে ইনাতগঞ্জ বাজারে প্রবেশের ব্যস্ততম সড়ক হচ্ছে এই সড়ক। রাস্তার পাশে যানবাহন দাঁড়িয়ে থাকা, অননুমোদিত ও অতিরিক্ত রিক্সা চলাচলের কারণে বাজারের বেশিরভাগ সময় যানজট লেগে থাকে। সরেজমিন দেখা গেছে, ইনাতগঞ্জ থেকে পুলিশ ফাড়ি পর্যন্ত রাস্তায় বেশ কয়েকটি বড় বড় গর্ত হয়েপুকুরে রূপ নিয়েছে।
বৃষ্টি হলেই গর্তসহ পুরো সড়কটির তলিয়ে যায়। পানি জমে থাকলে অনেকেই গর্তেরগভীরতা বুঝে উঠতে পারেন না। ফলে হরহামেশাই এসব গর্তে পড়ে নাস্তানাবুদ হতে হচ্ছে গাড়ি চালকদের। যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।রাস্তার খানাখন্দ কারণে যানবাহন চলছে ঝিমিয়ে।ফলে যানজট তীব্র আকার ধারণ করছে।বর্ষার বৃষ্টির কারণে শতাধিক বড় বড় গর্ত পানিতে ভরে গেছে। রাস্তা এবং গর্তও পানি সমান হওয়ায় কোনটা গর্তআর কোনটা রাস্তা বুঝার উপায় নেই।