নিজস্ব প্রতিনিধি : দুই কেজি গাঁজাসহ মাধবপুরের কুখ্যাত মাদক ব্যবসয়ী মালু মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার ডিবির এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, বি-বাড়িয়ার মুকুন্দপুর এলাকার কনু মিয়ার পুত্র মালু মিয়া কয়েক বছর আগে মাধবপুর এলাকার চারাভাঙ্গা গ্রামের জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ে করে। বিয়ের পর সে শ্বশুরবাড়িতে বসবাস করে মাদক ব্যবসা করে আসছে। প্রতিদিন সে হবিগঞ্জ মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকে। এসব অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।