এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী ২নং আহম্মদাবাদ ইউপির এটু আই পরিচালিত ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সনদপত্র বিতরন অনুষ্টান অত্র ইউপি হলরুমে গতকাল রবিবার বিকাল ৪ঘটিকায় অনুষ্টিত হয়। ইউপি সুনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: মাশহুদুল কবির উত্ত্বীর্নদের মধ্যে সনদপত্র বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাহিদ। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন আমুরোড বাজার সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী সদস্য মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, স্থানীয় ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমুরোড বাজার সেক্রেটারী মিজানুর রহমান, ইউপি সচিব শিউলি চৌধুরী, কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক হফিজ আহমদ তালুকদার, উদ্যোক্তা কল্পনা কানু ও কনিকা গোয়ালা, আমন্ত্রিত মেহমান মানবাধিকার কাউন্সিলের নির্বাহী সদস্য মনিরুল হক রকিব প্রমূখ। উল্লেখ্য যে, উক্ত সনদপত্র বিতরনী অনুষ্টানে ৩৮জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।