বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসহায় ও বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে নারী উন্নয়ন ফোরাম।
আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা সভা কক্ষে বাহুবল নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান তারা মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলফা বেগম, বাহুবল মডেল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ।
বক্তব্য রাখেন ইউপি সদস্য বানেছা খাতুন, সুফিয়া খাতুন, জোৎস্না বেগম, উর্মিলা দেব, শিল্পী রাণী, রাজিয়া খাতুন, মিনতি রাণী, নেহারা বেগম প্রমুখ।