স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, কৃষকরাই হচ্ছেন বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের কৃষকদের রয়েছে আত্মসম্মানবোধ। প্রতিকুল আবহাওয়ার কারণে ফসল তলিয়ে গেলেও তারা কারো কাছে হাত পাতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে থাকেন। সেজন্যই আমরা সারা বছর ধরে তাদের মাঝে প্রণোদনা প্রদান করে থাকি।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার হবিগঞ্জ সদর উপজেলার ১ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বিগত বছর আগাম বন্যায় ক্ষতি হওয়ার পর থেকে সারা বছর কৃষকদের পাশে রয়েছে সরকার। তিনি আরো বলেন, বিএনপি’র আমলে সারের জন্য জীবন দিতে হয়েছে কৃষককে। কিন্তু আওয়ামী লীগ সময়ে সময়ে সার, বীজ, কীটনাশক এবং কৃষি উপকরণ প্রদানসহ মোবাইল এ্যাকাউন্টে সহায়তা প্রদান করে। এদেশের কৃষকসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এ সময় হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত কৃষকরা হাত তুলে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ খান জানান, সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফসী আউশ অথবা ৫ কেজি নেরিকা ধান বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান কররা হয়েছে।
তিনি আরো জানান, বীজ ধানের আগাছা দমন এবং সেচ বাবদ ১৯০০ কৃষকের প্রতিজনকে মোবাইল এ্যাকাউন্টের মাধ্যমে সর্বনি¤œ ৫০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকা করে প্রদান করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বার, মোঃ আক্তার হোসেন, এনামুল হক শেখ কামাল, সৈয়দ মইনুল হক আরিফ প্রমুখ।