সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ইসরাত জাহান শর্মী হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল থেকে টেলেন্টপুল গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০১৪ সালে অংশ গ্রহন করে জিপিএ ৫ (এ+) পেয়েছিল। তার পিতা শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত বর্তমান মেম্বার আব্দুল সামাদ এবং মোছাঃ নাজমা আক্তার এর ২য় কন্যা সন্তান। তার সাফল্যের পিছনে তার মা নাজমা আক্তারের ও শিক্ষকদের ভূমিকা ছিল। সে ভবিষ্যতে মানব সেবার লক্ষ্যে একজন ডাক্তার হতে আগ্রহী।সে সকলের কাছে দোয়া প্রার্থী।