নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে পিকআপভ্যান চাপায় ছাবু মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ঠাকুরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি আউশপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিক্ষাবৃত্তি শেষ করে বাড়ি ফেরার পথে ধুলিখাল মিরপুর রোডের ঠাকুরবাড়ী নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।