সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে নিশপিট সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি লাভ করেছে কাজী সফিকুল আলম পিয়াস। জানা যায়, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪১ জন অংশ গ্রহন করে ২জন জিপিএ-৫ (এ+) পেয়েছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বাছিত সেলিম ও ম্যানেজিং কমিটির সভপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক-শিক্ষিকা অক্লান্ত পরিশ্রমে প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন ও বৃত্তি সফলতায় অভিভাবকরা আনন্দের জোয়ার বসছে বিদ্যালয়ের প্রতি।
কাজী সফিকুল আলম পিয়াস উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটাসের বিশিষ্ট মুরুব্বী কাজী নূরে আলম মঞ্জু ও নার্গিস আক্তার এর ২য় পুত্র। উক্ত সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি লাভ করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। পিয়াস ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় । সে সকলের কাছে দোয়া প্রার্থী।