লাশ (কবিতা)
লেখক : মোঃ আলাউদ্দিন তালুকদার
বেঁচে আছি ভালো আছি
প্রভুর কৃপায় মন্দনা,
জীবন নিয়ে চলার পথে
কতই জ্বালা যন্ত্রণা!
এই জ্বালা, সেই জ্বালা
কোন জ্বালাই থাকে না,
মরার আগে মানুষ কেন
সেই টা স্মরণ রাখে না!
কারে ধরে, কারে ছেড়ে
কার ধন কেঁড়ে,
নিজ ধন ষোল আনা
রয় যদি বেড়ে!
কাড়াকাড়ি-বাড়াবাড়ি
হানাহানির অন্ত নাই,
ধন নিয়ে কে চলে গেছে
পরপারে ভাই?
আজকে মরলে ছেলে মেয়ে
স্ত্রী-স্বজন,
নামটা তখন ভূলে গিয়ে
লাশ বলবে লোকজন!
একটা বার কেউ ভাবে না
হবে যখন লাশ,
জীবনে তার রয় কি আর
সব কিছু নাশ!
ঈমান-আমল আখলাক বিনে
কোন কিছু ভাই,
পরকালের পুঁজি করে
নেয়ার সাধ্য নাই!