নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের এক কাচামাল ব্যবসায়ীর স্ত্রী নাইমা বেগম (২১) ১২ দিন যাবৎ নিখোঁজ রয়েছে বলে জানাগেছে।
এ ব্যাপারে তার স্বামী সামার উদ্দিন রবিবার নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।
সুত্রে জানাযায়, উক্ত ইউনিয়নের প্রজাতপুর গ্রামের কাচামাল ব্যবসায়ী সামার উদ্দিন প্রতিদিনের ন্যায় গত ৩রা মার্চ সকালে কাচামাল নিয়ে ঘোলডুবা এলাকায় যান। ব্যবসায়ী কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী নাইমা বেগম কে না পেয়ে জানতে পারেন, তার স্ত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
খবর পেয়ে সামার উদ্দিন শশুরালয় নবীগঞ্জের কামালপুর গ্রামসহ বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে না পেয়ে গতকাল রবিবার নবীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী নং ৬১৫ দায়ের করেছেন। এদিকে ১২ দিন যাবৎ স্ত্রীর সন্ধান না পেয়ে চরম দুঃশ্চিতায় রয়েছেন স্বামী সামার উদ্দিন।