মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে বৃদ্ধ পিতাকে হত্যাকারী পুত্র তাজুল ইসলামকে পুলিশে ধরিয়ে দিয়েছে গ্রামবাসী।
গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার হরাইটেকা গ্রামের নিজ বাড়িতে তাকে আটক করে পুলিশকে খরব দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাজুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, উপজেলার হরাইটেকা গ্রামের মৃত আরফান উল্লার পুত্র আকবর আলী (৬৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। গত ২রা এপ্রিল দুপুরে পারিবারিক বিষয়াদি নিয়ে আকবর আলীর সাথে তার পুত্র তাজুল ইসলাম (২০) বাকবিতন্ডায় লিপ্ত হয়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন অসুস্থ পিতা আকবর আলীকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করেন। এ অবস্থায় বদমেজাজী পুত্র তাজুল ইসলাম ধারালো বটি দা দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় আকবর আলীর অপর পুত্র মনির মিয়া (১৭) তাকে বাঁচাতে এগিয়ে এলে তাজুল ইসলাম তাকেও কুপিয়ে জখম করে। পরে স্বজনরা গুরুতর আহতাবস্থায় আকবর আলী ও মনির মিয়াকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত বুধবার (০৪ এপ্রিল) পিতা আকবর আলী মারা যান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, বৃদ্ধ আকবর আলীর হত্যাকারী পুত্র তাজুল ইসলামকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।