প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ বৃন্দাবন সরকারি কলেজ শাখার বর্ধিত সভা শুক্রবার বিকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজের পরিচালনায় সভায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভায় সংগঠনকে আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের সিদ্ধান্তক্রমে আগামী কিছুদিনের মধ্যেই বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের নয়া কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।