কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের কে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর থেকে রোগ নির্মুল হয়। ভাল করে পড়ালেখা করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জল করতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। অচিরেই শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজকে বিশ্ব বিদ্যালয়ে রূপান্তর এবং কলেজ অডিটরিয়াম ও হোস্টেল নির্মাণ করে দেব।
তিনি রোববার সকালে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীণ বরণ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজসহ প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই নতুন ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করব। আমি নির্বাচিত হয়ে ৫টি কলেজ প্রতিষ্টাকরেছি। হবিগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবী মেডিকেল কলেজের অনুমোদন নিয়ে এসেছি। এই কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করেছি। এবং আপনাদের প্রাণের দাবী উপজেলা ঘোষনা এখন সময়ের ব্যাপার।
শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির সৈকত, প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, কলেজ পরিচালনা কমিটির সদস্য রাহেল মিয়া সরদার, মোঃ ছোরাব মিয়া, অসিত দাশ মন্টু,।